আসসালামু আলাইকুম
এ মর্মে সকলকে অবহিত করা যাচ্ছে যে, গতকাল রোজ শুক্রবার ২৭/০৬/২০২৫ ইং জুন ক্লোজিং সামনে রেখে একটি মিটিং এর আয়োজন করা হয়। উক্ত মিটিং এ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচিত বিষয় গুলো নিম্নরূপ:
০১, উক্ত মিটিংয়ে একটি বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয় যে, আমরা আগামী বছর ২০২৬ সালের জানুয়ারি মাসে জমি ক্রয়ের বিষয়ে সকলে একমত হই। জানুয়ারি মাসের মধ্যে বা পরবর্তী নিকটতম সময়ের মধ্যে যত দ্রুত সম্ভব ঢাকাতে একটি সুন্দর পরিবেশে এবং উন্নত যাতায়াত ব্যবস্থাসহ একটি জায়গা ক্রয়ের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এমতাবস্থায় সকল সদস্যগণের নিকট নির্দেশনা রহিল জানুয়ারি মাসের মধ্যে চার থেকে পাঁচ লক্ষ টাকা এককালীন প্রদান করিতে হইতে পারে উক্ত মর্মে সকলের মানসিক এবং আর্থিক প্রিপারেশন নেওয়ার জন্য অনুরোধ করা হইল।
০২, জুলাই ২০২৫ হাফ-ইয়ারলি সকলের মতামত অনুসারে ৩০,০০০ টাকা ধার্য করা হইয়াছে। যেহেতু আমরা আগামী জানুয়ারিতে বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছি এমতাবস্থায় হাফ ইয়ারলির টাকা ১০ হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে। উক্ত টাকা ৩০ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে পরিশোধ করতে হইবে। উল্লেখিত তারিখের মধ্যে কোন সদস্য পরিশোধে ব্যর্থ হইলে পহেলা ডিসেম্বর হইতে ১০০০ টাকা জরিমানা কার্যকর করা হইবে।
০৩, জানুয়ারি হাফ-ইয়ারলি ২০২৫ যে সকল সদস্যগণ জুন ক্লোজিং এর মধ্যে পরিশোধ করিতে ব্যর্থ হইবেন জুলাই মাসের ১ তারিখ হইতে এক হাজার টাকা জরিমানা কার্যকর হইবে। এছাড়াও উল্লেখ থাকে যে, জুন ক্লোজিং ২০২৫ যে সকল সদস্যবৃন্দ এখনো অব্দি সকল বকেয়া পরিশোধ করেননি, দয়া করে ৩০ জুন ২০২৫ এর মধ্যে অবশ্যই সকল বকেয়া পরিশোধ করিবেন। অন্যথায় উক্ত মিটিং এর সিদ্ধান্ত অনুসারে পহেলা জুলাই হইতে ন্যূনতম যদি কোন সদস্যের জুলাই পূর্ববর্তী এক মাসের বকেয়া ও অবশিষ্ট থাকে উক্ত ক্ষেত্রে সদস্যগনের আইডি ইনএকটিভ করা হইবে। ইনঅ্যাক্টিভ কৃত আইডির ক্ষেত্রে নীতিমালা ৬ এর আওতাধীন অ্যাক্টিভেশন চার্জ ৫০০ টাকা এবং পূর্ববর্তী বকেয়ার উপর জরিমানা সহ মোট বকেয়ার ২.৫% আরে জরিমানা প্রদান করিতে হইবে।
০৪, আমাদের সম্মানিত সদস্য আজিজুল হাকিম এর যেহেতু ইতোমধ্যে দুইবার আইডি ইনএক্টিভ করা হইয়াছে এবং জরিমানা প্রধান সাপেক্ষে উক্ত সদস্য সকল বকেয়া পরিশোধে সচেষ্ট রইয়াছেন এমতাবস্থায় সকলের মতামত অনুযায়ী ০৩ নং অনুচ্ছেদ তার জন্য সকলের সিদ্ধান্ত অনুসারে শিথিল করা হয়েছে। তবে উক্ত সদস্যকে শেষবারের মতো বকেয়া পরিশোধের জন্য তিন মাসের সময় নির্ধারণ করে দেওয়া হইয়াছে। ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখ উক্ত সদস্যের জন্য ডেড লাইন ঘোষণা করা হইল, ডেড লাইন পরবর্তী উক্ত সদস্য যদি জুলাই পূর্ববর্তী সকল বকেয়া পরিশোধ না করেন উক্ত ক্ষেত্রে বোর্ড মিটিং এর মাধ্যমে সদস্যের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হইবে।
দ্রষ্টব্য, সকল সদস্যের নিকট অনুরোধ প্রদান করা হইতেছে যে, আমরা যেহেতু জানুয়ারি মাসে ইনভেস্টে যাওয়ার পরিকল্পনা হাতে নিয়েছি এমতাবস্থায় সকল সঞ্চয় নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করিবেন।
এস এম আজিজুল করিম জয়
সাধারণ সম্পাদক
সিএফও- ২০১০
Published By
General Secretary & Account Holder
Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s.